সম্প্রতি অসমের অর্থমন্ত্রী অজন্তা নেওগ রাজ্যের আগামি বাজেটে বরাদ্দ করার জন্য সচেতন মহল থেকে সঙ্গত দাবি দাওয়া পেশ করার আবেদন করে সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বরাকের স্বার্থে কুড়ি দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রেরণ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
ফ্রন্টের আহ্বায়ক পার্থ দাস ও জহর তারণ এক প্রেস বার্তায় নিম্নোক্ত দাবিগুলি প্রকাশ্যে জানিয়ে এই ব্যাপারে অর্থমন্ত্রীকে বিশেষ নজর দেবার অনুরোধ জানিয়েছেন –
১. অসমের বরাকের পাঁচগ্রাম পেপার মিলের কর্মচারীদের বকেয়া বেতন দেওয়া এবং পাঁচগ্রাম পেপার মিল নিয়মিত ভাবে অতিসত্তর চালু করা।
২. পেট্রোল ও ডিজেলে রাজ্য সরকারের কর কমানো।
৩. রন্ধন গ্যাসের দাম কমানো এবং সাবসিডিগুলো বাড়িয়ে সঠিক সময়ে ব্যাংক একাউণ্টে ট্রান্সফার করা।
৪. রন্ধন কার্যে ব্যবহার করা ভোজ্য তেল এর দাম কমানো।
৫. এম্পলয়মেন্ট এক্সচেঞ্জ এ যে সকল যুবক-যুবতিদের রেজিষ্ট্রেশন আছে তাদের অবিলম্বে বেকার ভাতা দেওয়া , যতদিন না তাদের কোন নিযুক্তি হয়।
৬. অসমের বরাক উপত্যকায় প্রায় ২ লক্ষ বেকার যুবক-যুবতী রয়েছেন। সরকারের নেওয়া ১লক্ষ চাকরির প্রস্তাবের অনুপাতে যদি ভাগ করা হয়, তাহলে বরাক উপত্যকার যুবক যুবতীর জন্য ১৫% চাকরির দাবি ।
৭. জীবন দায়ী ঔষধে মূল্য কমানো ।
৮.অসমের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে সুপার স্পেশ্যালিটিতে উন্নীত করা ।
৯. অসমের শিলচর শহরের শ্মশান ঘাটে বৈদ্যতিক চুল্লি তৈরী করা ।
১০.অসমের করিমগঞ্জে মেডিকেল কলেজ অতিসত্তর চালু করা ।
১১. অসমের শিলচরে আরেকটি মেডিকেল কলেজের ব্যবস্থা করা।
১২. মহাসড়কের যাতায়াত ব্যবস্থা শীগ্রই চালু করা ।
১৩. রেল যাতায়াতে শিলচর থেকে সরাসরি দিল্লি পর্যন্ত কম ভাড়ায় রাজধানী এক্সপ্রেস চালু করা ।
১৪. শিলচর, হাইলাকান্দি ও করিমগঞ্জ এর সিভিল হাস্পাতালকে উন্নীত করা হউক এবং ডাক্তারের সংখ্যা বাড়ানো ।
১৫. অসমের শিলচর শহরে অতিসত্তর প্রস্তাবিত ফ্লাইওভার চালু করা ।
১৬. শিলচর শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য রিংরোড তৈরী করা।
১৭. শিলচর শহরে জমা জল সমাধান নিষ্কাশনের জন্য পাম্পিং ষ্টেশন বসানো ।
১৮. শিলচর, হাইলাকান্দি ও করিমগঞ্জ এই তিনটি জেলায় যাতায়াতের জন্য মিনি সিটি বাসের ব্যবস্থা করা ।
১৯. অসমের বরাক উপত্যকায় বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা করে দেওয়া ।
২০. সব শ্রেণির মানুষের জন্য রেশন কার্ড প্রদান করা।
বিডিএফ এর কর্মকর্তারা বলেন যে তারা আশাবাদী যে মুখ্যমন্ত্রীর আগামী বাজেটে অসমের বরাকের এইসব অতিপ্রয়োজনীয় সমস্যার সমাধান কল্পে আর্থিক বরাদ্দের সংস্থান থাকবে। তাঁরা বলেন এইজন্য তারা সাগ্রহে অপেক্ষায় থাকবেন।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।