পাটনা: বিহারে ভাঙন ধরল নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড-এ। জেডি (ইউ)-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলে যোগ দিলেন মহেশ্বর সিং। শনিবার পাটনায় আরজেডি নেতা তেজস্বী যাদবের উপস্থিতিতে আরজেডি-তে যোগ দিয়েছেন দু’বারের বিধায়ক মহেশ্বর সিং। মহেশ্বর সিংকে আরজেডি-তে স্বাগত জানিয়ে তেজস্বী যাদব বলেছেন, “তিনি দু’বার বিধায়ক ছিলেন, এলজেপি-র মন্ত্রী ও আমার বাবার সহযোগী। তিনি ফিরে এসেছেন, আমাদের দল আরও শক্তিশালী হবে। তাঁর উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।”
তেজস্বী যাদব এদিন নীতীশ কুমারের সরকারকে তোগ দেবে বলেছেন, “বিহারে আরসিপি ট্যাক্স এবং ঘুষ না দিলে কোনও কাজই হয় না। নীতীশ কুমারকে দুর্নীতির জন্য দোষ দেওয়া যেতে পারে। আইন শৃঙ্খলা মানা হচ্ছে না এবং এ নিয়ে কিছুই করা হচ্ছে না। বিহারের জনগণ সমস্যার মধ্যে রয়েছেন।”

