শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ব্যাটে, বলে দারুণ সাকিব, জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ

প্রথম একদিনের ম্যাচের পর দ্বিতীয় একদিনের ম্যাচেও জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে সিরিজের দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ের ফলে একদিনের সিরিজও নিজেদের পকেটে পুরে নিল তারা।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দলের হাল ধরেন সাকিব। সমালোচকদের জবাব দিয়ে ১০৯ বলে ৯৬ রান করে আউট হন তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হন সাকিব।

সাকিব রান করলেও অপর দিক থেকে উইকেট পড়তে থাকে। ১৭৩ রানের মাথায় ৭ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। সেই সময় বাংলাদেশের অলরাউন্ডারকে যোগ্য সঙ্গত দেন মুহম্মদ সইফুদ্দিন। ৩৪ বলে ২৮ রান করে অপরাজিত থাকাই শুধু নয়, দলকে পৌঁছে দেন কাঙ্খিত লক্ষ্যে। তিনি উইকেটে টিকে না থাকলে হয়ত ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

জিম্বাবুয়ের হয়ে ভাল ব্যাট করেন ওয়েসলি মাধেভেরে। ৫৬ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৪৬ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। দুটি উইকেট পান শাকিবও। তিনটি একদিনের ম্যাচের পর তিনটি টি২০ ম্যাচ খেলবে এই দুই দেশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *