শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

তিউনিসিয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্যাপক বিক্ষোভ

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেম মিসিসির পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটির প্রধান প্রধান শহরে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। খবর রয়টার্স এর।

জানা গেছে, মহামারী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধের কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে তিউনিসিয়া। একইসঙ্গে দেশটিতে রাজনৈতিক দলগুলোর বিবাদের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

সবমিলিয়ে বিক্ষোভকারীদের ভাষ্য, আমাদের ধৈর্য্য শেষ… বেকারত্বের কোনো সমাধান হয়নি। তারা মহামারি নিয়ন্ত্রণ করতে পারে না, তারা আমাদের টিকা দিতে পারে না। তাই প্রধানমন্ত্রী হিসেমের পদত্যাগ চাই।

রয়টার্স বলছে, বিক্ষোভকারীরা মোনাস্টির, এসফাক্স, আর কেফ ও সুসি শহরে ক্ষমতাসীন দল এন্নাহাদার অফিসে ভাঙচুর করেছে। এছাড়া তাউজিয়ারে দলটির স্থানীয় সদরদপ্তরে অগ্নিসংযোগ করেছে। এতে অ্যাকশানে যায় দেশটির নিরাপত্তা বাহিনী।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *