যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনটি বাইডেনই করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
দুই নেতার দীর্ঘ দেড় ঘন্টা ফোনালাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে আলোচনার সারসংক্ষেপ জানানো হয়েছেঃ
যেসব ক্ষেত্রে আমাদের স্বার্থ অভিন্ন এবং যেসব ক্ষেত্রে আমাদের স্বার্থ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন সেসব বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বিস্তৃত, কৌশলগত আলোচনা হয়েছে। তারা সব বিষয়েই খোলাখুলি এবং সরাসরি কথা বলতে রাজি হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, এই আলোচনা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রতিযোগিতা দায়বদ্ধভাবে পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার অংশ ছিল। বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তথা সারা বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী আগ্রহের উপর জোর দেন। প্রতিযোগিতা যাতে সংঘাতে পরিণত না হয়, সেজন্য উভয় দেশের দায়িত্ব নিয়েও দুই নেতা আলোচনা করেন।
উল্লেখ্য, আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের মধ্যে উক্ত ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।