শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বিএসএফের অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের বিপরীতে ত্রিপুরা রাজ্যের আগরতলা চেকপোস্টের শূন্যরেখা এলাকায় আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বিএসএফের গ্যালারি নির্মাণ কাজ চলছিল।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত আইন অনুযায়ী জিরোপয়েন্ট (শূন্যরেখা) থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। কিন্তু আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ কাজ করছিল বিএসএফ। দুপুরে বিজিবি কড়া প্রতিক্রিয়া জানিয়ে স্থাপনা তৈরির কাজ বন্ধ রাখতে বিএসএফ কর্তৃপক্ষকে জানালে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ।

এ বিষয়ে বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃপক্ষকে বৈঠকের আহবান জানিয়ে চিঠি দেয়া হয় এবং সীমান্তের নো-ম্যান্সল্যান্ড এলাকায় পতাকা বৈঠকের আহ্বানে পতাকা গেড়ে দেয় বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফেরদৌস কবীর (পিএসসিজি) জানান, আখাউড়া সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ গ্যালারি নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি নিয়ে তাদের চিঠি দেয়া হয়েছে। কাজ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। নির্মাণসামগ্রী সরিয়ে নিতে ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *