শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পর্তুগাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মত বিজয়ী হলেন একজন বাংলাদেশি

পর্তুগালে সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন শাহ আলম কাজল। বাণিজ্যিক নগরী পোর্তোর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি বিজয়ী হন। তিনি বাংলাদেশের নোয়াখালী জেলার সন্তান।

পোর্তোর মিউনিসিপিলিটি নির্বাচনে অ্যাসেম্বলিতে ৪৪ শতাংশ ভোটের মধ্যে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী শাহ আলম কাজল ২১.২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। এর আগে ২০১৭ সালেও তিনি পোর্তো সিটি কর্পোরেশনে কাউন্সিলর হিসেবে পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

১৯৯২ সালে পর্তুগালে পাড়ি জমান নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সন্তান শাহ আলম কাজল ।‌ ১৯৯৮ সাল থেকে তিনি পর্তুগালে বিভিন্ন সরকারি দপ্তরে পর্তুগিজ অনুবাদক হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। একসময় তিনি পর্তুগালের প্রথম প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র সভাপতির দায়িত্ব পান।

২০০৪ সালে পর্তুগালের নাগরিকত্ব পাবার পর ২০১১ সালে পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন কাজল। স্থানীয় রাজনীতিতে বিভিন্ন চ্যালেঞ্জ ও চড়াই উতরাই অতিক্রম করে পোর্তো মহানগর কার্যকর কমিটির সদস্য এবং বনফিম অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হিসেবে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

এক প্রতিক্রিয়ায় শাহ আলম কাজল বলেন, ‘আমার এই বিজয় প্রবাসী বাংলাদেশি তথা বাংলাদেশের বিজয়। ‌ আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি’।

‌তিনি বলেন, পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের পর্তুগালের স্থানীয় ও জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত।‌ এতে বাংলাদেশকে স্থানীয় পর্তুগিজদের মাঝে তুলে ধরার পাশাপাশি নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও অধিকার আদায়ে কাজ করা যাবে। ব্যক্তিজীবনে কাজল স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে পোর্তো শহরে বসবাস করছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *