শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

কৃষি খাতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

কৃষিপণ্য রপ্তানি ও প্রক্রিয়াজাকরণে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ। কৃষি খাতে পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে উভয় দেশ।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জিরার্ড ভ্যান লিউভেন। এ সময় তারা কৃষি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কৃষিপণ‌্য রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের আম, আনারস, কলা, টমেটো, আলু ও শাকসবজি প্রভৃতি রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণের সম্ভাবনা অনেক। এক্ষেত্রে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন। উত্তম কৃষিচর্চা (জিএপি) মেনে উৎপাদনেও নেদারল্যান্ডসের সহযোগিতা দরকার।’
এছাড়া, পূর্বাচলে দুই একর জমিতে আধুনিক প্যাকিং হাউজ নির্মাণ ও আধুনিক টেস্টিং ল্যাব স্থাপনে সহযোগিতা এবং কৃষি খাতে নেদারল্যান্ডসের বিনিয়োগ কামনা করেন মন্ত্রী।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত কৃষি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘কৃষিতে সহযোগিতা বৃদ্ধির জন্য শিগগিরই বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হবে। নেদারল্যান্ডসের প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।’

প্ল্যান্ট ভ্যারাইটি প্রটেকশন, অ‌্যাগ্রিকালচারাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম (এটিপি), ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, টেস্টিং ল্যাব ও বেসরকারি খাতের মধ্যে সংযোগ স্থাপন প্রভৃতি বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এছাড়া, কৃষি খাতে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে নেদারল্যান্ডস থেকে ট্রেড মিশন আসা ও বাংলাদেশ থেকে একটি এক্সপার্ট মিশন যাওয়ার ব্যাপারে দুই দেশ সম্মত হয়।

সাক্ষাৎকালে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, উপ-সচিব ফারহানা আইরিছ, নেদারল্যান্ডসের ঢাকা দূতাবাসের প্রথম সচিব ফোলকার্ট ডি জেগার, পানি ও কৃষি বিষয়ে নিযুক্ত প্রতিনিধি মার্টজিন ভ্যান ডি গ্রুয়েপ, সিনিয়র পলিসি অ‌্যাডভাইজর ওসমান হারুনি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *