কলকাতা: পশ্চিমবঙ্গের আমলাদের বিরুদ্ধে ‘মারাত্মক’ অভিযোগ আনলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের আমলারা সরকারি কর্মী নন, তাঁরা আসলে রাজনৈতিক কর্মী। গণতান্ত্রিক মূল্যবোধ অবক্ষয়ে ব্যথিত বলেও জানিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার জাতীয় মানবাধিকার দিবসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস।
এদিন উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকর বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ে আমি ভীষণ ব্যথিত। রাজ্যে মানবাধিকার নিষ্পেষিত, কোনও স্বচ্ছতা নেই। পশ্চিমবঙ্গের আমলারা সরকারি কর্মী নন, তাঁরা আসলে রাজনৈতিক কর্মী।