আবহাওয়া অফিস জানিয়েছে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। তবে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপে ফের দুর্যোগ শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে নিম্নচাপ তার ফলে বাংলায় ভারী বৃষ্টির প্রভাব তেমন নেই। তবে পরোক্ষভাবে নিম্নচাপের প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া হুগলি, পূর্ব মেদিনীপুর জেলাতে। আগামী ১৩ তারিখ থেকে উপকূলীয় জেলাগুলতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৬৫% থাকবে। আলিপুর আওয়া দপ্তর জানিয়েছে ১৩ ই অক্টোবর আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। ১৫ ই অক্টোবর তা দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্র উপকূল এর কাছে পৌঁছাবে।