শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

উড়িষ্যা: কোভিডে বিপর্যস্ত ওড়িশা, ৭৫ তম জন্মদিন পালন করবেন না নবীন পট্টনায়েক

দেশ জুড়ে চলছে কোভিড-১৯ সংকট। অতিমহামারীর প্রথম আর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ রূপ দেখেছে সকলেই। সংক্রমণের গ্রাফ আপাতত নিম্নমুখী হলেও তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি কেটে যায়নি একেবারে। চলছে টিকাকরণ। কিন্তু এই ভাইরাস সংক্রমণ ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত দেশের বহু বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বহু পরিবারে নিভিয়ে দিয়েছে জীবনের আলো। দেশের এই কঠিন পরিস্থিতিতে তাই ঘটা করে নিজের জন্মদিন আর পালন করতে চান না ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আগামীকাল শনিবার ৭৫ বছরে পা দেবেন নবীন পটনায়েক। তিনি সিদ্ধান্ত নিয়েছেন জন্মদিন পালন না করার। জন্মদিন উপলক্ষে কোনও বিশেষ আয়োজনই করবেন না বলে খবর ওড়িশা সরকার সূত্রে। রাজ্যের কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


কোভিড আবহে গতবছরও জন্মদিনে কোনওরকম ঘটা করার পক্ষপাতী ছিলেন না বিজেডি সুপ্রিমো। এ বছরও একই পথে হাঁটলেন। শুধু তাই নয়, গত চার বছর ধরেই নানা কারণে বন্ধ আছে তাঁর জন্মদিনের ন্যূনতম অনুষ্ঠান। ২০১৯ সালে ঘূর্ণিঝড় ফণি এবং ২০১৮ সালে ঘূর্ণিঝড় তিতলির দাপটে তছনছ হয়েছিল ওড়িশা। সেবারও জন্মদিন পালন বন্ধ রেখেছিলেন নবীন পট্টনায়েক। এবছর দলের কর্মী সমর্থকদের জন্মদিন নিয়ে কোনও উল্লাস না করার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি তাঁর বাসস্থান ‘নবীন নিবাস’-এর বাসিন্দাদেরকেও মাতামাতি না করার কথা বলেছেন। উল্টে রক্তদান শিবিরের আয়োজন করার পরামর্শ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ওড়িশার সিএমও অফিস থেকে জানানো হয়েছে, রাজ্যের কোভিড পরিস্থিতি দেখে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। গত ২৪ ঘণ্টায় ওড়িশায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। ওড়িশায় মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ২৭৯। সূত্র: দ্য ওয়াল ব্যুরো

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *