শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ কমলেও উদ্বেগজনক কলকাতার পরিস্থিতি, আক্রান্ত বেড়ে ১২৭

পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমল শুক্রবার। সেই সঙ্গে অনেকটাই কমেছে সংক্রমণের হার। কিন্তু উদ্বেগজনক কলকাতার কোভিড পরিস্থিতি। বৃহস্পতিবারের তুলনায় উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও অনেকটা বাড়ল মহানগরীতে। এ দিন মৃত্যুও কমে এক অঙ্কে নেমেছে।

শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫১ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৯ হাজার ৪৬৩ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতা। মহানগরীতে এ দিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় নতুন সংক্রমিতের সংখ্যা ৮৪। তার পরই রয়েছে হুগলি (৪৪), হাওড়া (৩৬), নদিয়া (২৬), দক্ষিণ ২৪ পরগনা (২১)।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে আট জনের। এখনও পর্যন্ত মোট প্রাণ গিয়েছে ১৮ হাজার ৯৫৩ জনের। শুক্রবার সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২.১৩ শতাংশে। গত কালের তুলনায় সামান্য বেশি কোভিড পরীক্ষা হয়েছে— ২১ হাজার ২১৭। এ দিন সংক্রমণমুক্ত হয়েছেন ৫০৬ জন। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে সাত হাজার ৫১৩।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৫৩ হাজার ৬০৫ জন। এখনও পর্যন্ত মোট টিকাদান হয়েছে ছ’কোটি ৫৫ লক্ষ ৭৪ হাজার ৪৭৬ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *