শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

‘দিন : দ্য ডে’: বাংলার পাশাপাশি ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে বাংলাদেশসহ ৮০টি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন অনন্ত জলিল

দেশের প্রেক্ষাগৃহে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অনন্ত জলিল অভিনীত নতুন সিনেমা ‘দিন : দ্য ডে’। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় সাত বছর পর পর্দায় ফিরছেন এই চিত্রনায়ক ও প্রযোজক।

দীর্ঘ সময় পর পর্দায় ফেরার প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘দীর্ঘ বছর পর আবারও দর্শকের সামনে আসছি, ভাবতে ভালোই লাগছে। যদিও আরও অনেক আগেই দর্শকের সামনে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়নি।’

‘দিন : দ্য ডে’ মুক্তি পাচ্ছে। সিনেমাটি নিয়ে যদি বলতেন… উত্তরে অনন্ত বলেন, ‘ছবিটি নিয়ে এর আগে অনেক কথা বলেছি, এখন দেখার পালা। এই ছবিতে দারুণ একটি গল্প রয়েছে। যা তরুণ থেকে শুরু করে সব বয়সী দর্শকদেরই ভালো লাগবে। এছাড়াও ছবিটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ফলে ছবিতে ইরানি একটি আমেজও পাওয়া যাবে। সব মিলিয়ে আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবে।’

সিনেমাটি কত দেশে মুক্তি দেওয়া হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির মূল ভাষা বাংলা। পাশাপাশি এটি ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে একই সময়ে বাংলাদেশসহ ৮০টি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। ইতিমধ্যেই ছবি মুক্তির বিষয়ে অনেক দেশের সঙ্গে কথা হয়েছে।’

শুটিংয়ের কিছু মুহূর্তের কথা জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে এর দৃশ্যধারণ করা হয়েছে। ইরানে আমরা যখন কাজ করি, তখন সেখানকার তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এত গরমের মধ্যেও সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া ইরানের হরাতে নামক এক দুর্গম পাহাড় ও মরুভূমিতে শুটিং করার সময় উটের পিঠ থেকে পড়ে গিয়ে আহতও হয়েছিলাম। দুর্ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের তৃতীয় বৃহত্তম নগর এসফাহনে নিয়ে যাওয়া হয়। এমন আরও অনেক ঘটনা ছবির সঙ্গে জড়িয়ে আছে।

‘নেত্রী : দ্য লিডার’র কাজ কতদূর জানতে চাইলে অনন্ত বলেন, ‘ইচ্ছে ছিল, টানা এর শুটিং করার। তবে কিছু জটিলতার কারণে হয়নি। সিলেট থেকে ছবির কাজ শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু সেটা হয়নি বলে ভারতে এর প্রথম কাজ শুরু করি। এরপর তুরস্কে ছবির শুটিং করা হয়। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকায় এর দ্বিতীয় লটের কাজ শুরু করব।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *