শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

যাত্রীর অভাবে বিহার-পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড যোগসূত্রকারী ৮ জোড়া ট্রেন বন্ধ করে দিচ্ছে রেল

পশ্চিমবঙ্গ-বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে যোগসূত্রকারী ১৬ ট্রেন বন্ধ করে দিচ্ছে রেল কর্তৃপক্ষ। যাত্রীর অভাবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে।

জানা গেছে এই ৮ জোড়া ট্রেনের মধ্যে রয়েছে রাঁচি-পাটনা বাতানুকুল এক্সপ্রেস। এই ট্রেনটি রাঁচি থেকে ভায়া কোডার্মা, হাজারিবাগ টাউন ও বারকানানা হয়ে পাটনা অবধি যেত। আবার এই পথেই ফিরে আসত। এছাড়া যে ট্রেনগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, খড়গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, টাটা-লোকমান্য তিলক অন্ত্যোদ্যয় এক্সপ্রেস, শালিমার-আদ্রা রাজ্যরানী এক্সপ্রেস, টাটা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুণ্ডা এক্সপ্রেস, খড়গপুর-হিজি ইএমইউ প্যাসেঞ্জার। আপ ও ডাউন সব ট্রেনই বন্ধ করা হবে। এর মধ্যে একমাত্র রাঁচি-পাটনা বাতানুকুল এক্সপ্রেস ট্রেনটিই একমাত্র যাত্রীবাহি ট্রেন, যেটি হাজারিবাগ টাউন হয়ে যেত। এখন হাজারিবাগ টাউন থেকে শুধুমাত্র মালবাহী ট্রেনই চলবে।

গত বছর মে মাসেই রেলওয়ে হাজারিবাগ টাউন স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি-ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করে দেয়। দেশের মধ্যে ৬০০০ তম স্টেশন হিসেবে এই স্বীকৃতি মেলে হাজারিবাগ টাউনের। এই ঘোষণার পরও হাজারিবাগ টাউন স্টেশন থেকে গত এক বছরে একটিও যাত্রীবাহি ট্রেন চলেনি। কারণ যাত্রীর অভাব।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *