শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

আফ্রিদিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব

মাঠে নেমে রেকর্ডের পাতায় নাম বসানো সাকিবের পুরোনো অভ্যাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটিই করে যাচ্ছেন বাংলাদেশি এ অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করার পর এবার বিশ্বকাপেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাম লেখালেন তিনি।

রোববার (২৪ অক্টোবর) আরব আমিরাতের শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিশাকাকে ফিরিয়ে এ কীর্তি অর্জন করে সাকিব আল হাসান। বাংলাদেশি এ অলরাউন্ডারের নামের পাশে এখন সর্বমোট ৪০ উইকেট। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্বকাপের গ্রুপপর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমে চার উইকেট শিকার করে সাকিব নামের সঙ্গে যোগ করেন মোট ৩৯টি উইকেট।

এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ৩৯টি উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারের কীর্তি ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেদিন আফ্রিদির এ কীর্তিতে ভাগ বসানোর পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট নিয়ে সাকিব ছাড়িয়ে গেলেন পাকিস্তানি এ কিংবদন্তিকে। ৪০টি উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন শীর্ষ উইকেটশিকারী বাংলাদেশি এ অলরাউন্ডার।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *