শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নির্বাচন অনুষ্ঠিত: ১৫২ ভোটের ব্যবধানে বই প্রতীকের জয়

মোহাম্মদ জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত রবিবার (২৪ অক্টোবর) লন্ডন মুসলিম সেন্টার হলে যুক্তরাজ্যে অবস্থানরত জকিগঞ্জবাসীর প্রাণের সংগঠন ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শেরওয়ান-আবুল-ইকবাল প্যানেল বই প্রতীক নিয়ে ৩৭৬ ভোট পেয়ে ১৫২ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। আতিক-ইমন-বাবু প্যানেল ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ২২৪ ভোট। বিজয়ী প্যানেলের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- আখতারুজ্জামান, আবু সাঈদ চৌধুরী শাকিল, আব্দুল গফফার, এনামুল হাসান সাবির, বাবু মিয়া, ফজলে আহমদ চৌধুরী একলিম, জয়নুল আবেদিন, জুবায়ের আহমদ তাপাদার জীবান, কাজী এম ইমদাদুল হক, কামরুল ইসলাম, জামাল উদ্দিন খান, কাজী মাওলানা আব্দুর রহমান, কাজী খালেদ আহমদ, কামাল উদ্দিন, মাওলানা ময়নুল হক চৌধুরী, মো. শাহাব উদ্দিন, মোহাম্মদ মইন উদ্দিন, এম জাকির হোসাইন, তারেকুর রহমান তুহিন, মোহাম্মদ হালিম , সৈয়দ মতলুব রেজা, শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌছ, শাকির আহমদ ও শাহান আহমদ চৌধুরী।

অত্যন্ত জাঁকজমক ও উৎসবমূখর পরিবেশে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টায় সংগঠনের এজিএম অনুষ্ঠিত হয়। তারপর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৩টি বুথে চলে একটানা ভোট গ্রহণ। এই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাজ্যে জকিগঞ্জ কমিউনিটিবাসীর একক সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ারের ছায়াতলে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। নাড়ীরটানে সবাই একত্রিত হয়ে জীবনের নানা স্মৃতি রোমাঞ্চিত করেন একে অপরের সাথে। শেষ বিকেলে যেন লন্ডন মুসলিম সেন্টার হল এক মিলন মেলায় পরিণত হয়। পরিবার-পরিজন নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অবস্থানরত জকিগঞ্জের সকল মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে জকিগঞ্জবাসী এসে ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ৬০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট নষ্ট হয়। যুক্তরাজ্য সময় রাত সাড়ে ৮টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার নুমান উদ্দিন তাপাদার ফলাফল ঘোষণা করেন।

এর আগে নির্বাচন কমিশনার ব্যারিস্টার সাঈফ উদ্দিন খালেদসহ বিজয়ী সভাপতি মেয়র শেরওয়ান চৌধুরী, পরাজিত সভাপতি প্রার্থী আতিকুর রহমান চৌধুরী, বিজয়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন ও পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ইমন বক্তব্য রাখেন।

নির্বাচন শেষে নির্বাচিত সভাপতি শেরওয়ান চৌধুরী বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনারবৃন্দকে। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে জকিগঞ্জবাসী খুব সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছে। আমি আতিক-ইমন-বাবু প্যানেল ও ছাতা মার্কার সমর্থকদেরও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। জয় পরাজয় বড় কথা নয়। ঐক্যবদ্ধ প্লাটফর্ম ও মিলেমিশে কাজ করাই হবে বিরাট সফলতা। এখন জকিগঞ্জের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কাজ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *