মো: কাওছার, পূর্ব লন্ডন: প্রাণের টানে হৃদয়ের বন্ধনে এই শ্লোগানকে সঙ্গে নিয়ে গত ২১ শে অক্টোবৱ বৃহস্পতিবার বাংলাদেশের লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার যুক্তরাজ্য প্ৰবাসীদের সংগঠন রায়পুর সোসাইটি ইউকে’র উদ্যোগে পূর্ব লন্ডনের আপটন পাৰ্কস্থ স্থানীয় একটি রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক জাকিৱ হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলাম সুমনের পৱিচালনায় অনুষ্ঠিত সভার শুৱুতে পবিত্ৰ কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী মোহাম্মদ মোৰ্শেদ।
সভায় মুল আলোচ্য বিষয় ছিলো সংগঠনেৱ পূর্ণাঙ্গ কমিটি গঠন। অনুষ্ঠানে সকলেৱ সৰ্বসম্মতিক্ৰমে সৰ্বজনাব কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, মোৰ্শেদ ফারুক, রাশেদ আলম, মাহফুজ বিন আনোয়ার এবং শাহীন আহমেদ পাটওয়ারীকে নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটিৱ তত্ত্বাবধানে ১৮ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কাৰ্যনিৰ্বাহী পৱিষদের সদস্যগণ হলেন; সৰ্বজনাব সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি ব্যারিষ্টার আকবর বিন সিদ্দিক, সহ সভাপতি মোহাম্মদ কাওছার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুমন, যুগ্ন সাধাৱন সম্পাদক মাহবুব আলম খান, সহ সাধারন সম্পাদক আমিনুর রহমান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মোৰ্শেদ, অৰ্থ সম্পাদক শিমুল পাটওয়ারী, সহ অৰ্থ সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক শরীফ হোসেন সজীব, প্ৰচার সম্পাদক আব্দুল হান্নান, ক্ৰীড়া সম্পাদক আনোয়ার হোসেন মিটু পাটওয়ারী। কাৰ্যকরী সদস্যগণ হলেন, সৰ্বজনাব জামাল হোসেন জুয়েল, মোহাম্মদ সিরাজ, আবুল হোসেন, রিয়াজ আলম, মাহফুজুল ইসলাম ও আরিফুল ইসলাম চৌধুৱী।
রায়পুর সোসাইটি ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন শেষে সভায় আমন্ত্রিত অতিথিগণ বলেন, এই সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপ্ৰাপ্ত ব্যক্তিগণ খুবই দক্ষ, নিরলস ও কৰ্মঠ। আমরা আশাকরি, তারা সকলে মিলে এই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী একটি সংগঠন হিসেবে গড়ে তুলবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য শেষে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন। মধ্যাহ্নভোজন শেষে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিদের এবং বৃহত্তর মুসলিম উম্মাহর শান্তি কামনা করে সবাই মোনাজাত করেন। মোনাজাত শেষে সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, রায়পুর সোসাইটি ইউকে সংগঠনটি বাংলাদেশের লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার জনসাধারনের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে রায়পুর প্রবাসীদের গঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। করোনাকালীন দু:সময়ে রায়পুর উপজেলাৱ প্রায় শত বিপর্যস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এছাড়াও সংগঠনের জন্ম থেকেই এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে আৰ্থিক সাহায্য ও সহযোগিতা দেয়ার প্ৰতিশ্ৰুতি দিয়ে আসছে এই প্রবাসী সংগঠনটি।

