শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বিহার: লালু যাদব চাইলে আমাকে গুলি করিয়ে দেন, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

পাটনা, বিহার: লালু যাদব চাইলে আমাকে গুলিও করিয়ে দিতে পারেন, বিস্ফোরক মন্তব্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও উপনির্বাচনের প্রচারের বিষয়ে নির্বাচনী সভায় ভাষণ দিয়েছেন। তিনি এনডিএ-র পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করেন। পাশাপাশি এদিন নির্বাচনী প্রচারণা শেষে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় তিনি লালু যাদবকে নিয়ে এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘লালু যাদব চাইলে আমাকে গুলিও করিয়ে দিতে পারেন। তিনি তা করতেও পারেন। এর থেকে বেশি ওনার দ্বারা আর কিছুই হবে না।’

আসলে, লালু যাদব বলেছিলেন যে তিনি নীতীশ কুমারের বিসর্জন করতে পাটনায় এসেছেন। এ বিষয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, “লালু যাদব যদি প্রচারে যেতে চান, তাহলে যান। আমাদের তাতে কি! যা করার করতে থাকুন। আমরা কাজ করার সুযোগ পেয়েছি, আর প্রতিটি ক্ষেত্রে কাজ করা হচ্ছে। করোনা কালেও রোজগারের ক্ষেত্রে কাজ করা হয়েছে। কিন্তু যারা কিছুই জানেন না, তারা কথা বলতেই থাকেন।

নীতীশ কুমার বলেন, “তার কাছে কোনও তথ্য নেই। তিনি তার লোকজনকে কিছু না কিছু বলতে থাকেন। আজ এত মহিলা পুলিশের কাছে এলেন, কীভাবে এলেন? তাঁদের সময়ে তো কিছুই ছিল না। এখন বিহারের থেকে বেশি আর মহিলা পুলিশ বাহিনী কোথাও নেই। করোনা কাল শেষ হলেই কাজ আরও দ্রুত হবে। কিন্তু কিছু লোকের কাজ নিয়ে কোনও মাথাব্যথা নেই। ভিতরে থাকতে হয়, সেখান থেকে কথা বলতে হয়। কিন্তু উত্তর তো দিন ১৫ বছরে কত কাজ করলেন, কতটা পালালেন?”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *