শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু; শীতে করোনা বাড়ার শঙ্কা

নিউজ ডেস্ক: বাংলাদেশে মহামারি করোনা বর্তমানে মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। তবে শীতে করোনা বাড়তে পারে আবারো ফলে সাবধানতা অবলম্বন করতেই হবে। তাছাড়া বিপদ আবার হতে পারে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এবং এ নিয়ে বাংলাদেশে মহামারি করোনা ভাইরাসে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে। এদিকে এই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬৬ জনের। যা গত দেড় বছরে সর্বনিম্ন।

এবং এখনো পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে।আজ শনিবার, ৩০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার, ২৯ অক্টোবর আগের ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা যান মোট ৭ জন। করোনা শনাক্ত হয় ৩০৫ জনের দেহে।করোনা সারিয়ে সুস্থও হয়ে উঠছেন প্রচুর মানুষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে মহামারি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮১ জন। এবং এখনো পর্যন্ত করোনা সারিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ২৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। আরো বলা হয়, এখনো পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা ৬ জন অন্যদিকে নারী হলেন ২ জন। এর মধ্যে ঢাকায় বেশি– ৪, চট্টগ্রামে ২, খুলনায় ১ এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। এ আহ্বান আবারো জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শীতের আগমনে দেশে আবারও করোনাভাইরাস যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক ব্যবহারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শীতকাল আসছে, পৃথিবীর সব দেশেই কিন্তু আবার করোনাভাইরাস দেখা দিচ্ছে। ইউএসএ, ইংল্যান্ড বা ইউরোপের দেশগুলোতে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। কাজেই বাংলাদেশের সবাইকে সতর্ক থাকতে হবে।প্রধানমন্ত্রী আরো বলেন, “শীতকাল এলেই একটু ঠাণ্ডা লাগে; সর্দি, কাশি হয়। আর এটা হলেই এই করোনাভাইরাসটা আমাদের সাইনাসে গিয়ে বাসা বানাতে পারে।

কাজেই সেদিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে এবং খাদ্যতালিকায় ‘ভিটামিন সি’ যাতে একটু বেশি থাকে এবং যাতে ঠাণ্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে।” মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *