শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পশ্চিমবঙ্গের মহামারি করোনা পরিস্থিতি দেখে নিন এক নজরে

নিউজ ডেস্ক, কলকাতা: করোনা মহামারি ঠেকানোর জন্য ভারতে টিকাকরণের উপর জোর দেয়া হয়েছে। এর মধ্যে চলছে উৎসবের মরশুম। আরো বাকি আছে উৎসব। সাবধানতা অবলম্বন করার পরও পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা। বাংলায় করোনার দাপট সেরকম কমছে না।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯১৪, করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫ জনের। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১৩ জন। এ নিয়ে সুস্থতার হার দাঁড়াল ৯৮.২৮ শতাংশ। এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে এ রাজ্যে ১৫,৯২,৯০৮। এবং করোনা সারিয়ে সুস্থও হয়ে উঠছেন প্রচুর মানুষ। করোনা সারিয়ে সুস্থ হয়েছেন মোট ১৫,৬৫,৪৭১ জন। অন্যদিকে, করোনার বলি হয়েছেন ৮২৯৬ জন। পজিটিভিটি রেট হচ্ছে ১.৯৩ শতাংশ, যা শনিবারের তুলনায় কম। এটা অনেকটাই স্বস্তি দিচ্ছে।

অন্যদিকে, এখনও করোনা সংক্রমণের শীর্ষে কলকাতাই। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৭৪ জন। এবং তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪৪ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার জীবাণু। পরিসংখ্যান বলছে, এই দুই জেলা বাদ দিয়ে আর কোথাও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক নয়।

পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় চলছে টিকাকরণ। রাজ্যের কোভিড পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০,৬৯,২১৬ জন করোনা ভ্যাকসিন পেয়েছেন। কোভ্যাক্সিন, কোভিশিল্ড – দুটি ভ্য়াকসিন দিয়ে চলছে টিকাকরণ। মোদ্দা কথা মহামারি মোকাবিলায় সাবধান হতে হবে। মাস্ক অত্যাবশ্যক।

এদিকে নভেম্বরের ১৬ তারিখ থেকে খুলছে স্কুল, কলেজ। সাবধানতাও সেভাবে অবলম্বন করতে হচ্ছে। তার আগে শিক্ষকদের জোড়া ডোজ ভ্যাক্সিন দেওয়ার কাজ দ্রুত শেষ করা লক্ষ্য পশ্চিমবঙ্গের সরকারের।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *