কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ১৪তম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার পর থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৭২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মহিবুল্লাহ হত্যা মামলায় ১০ জনের নাম রয়েছে।
২৯ সেপ্টেম্বর মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে চালানো অভিযানে ক্যাম্পগুলো থেকে ১১ হাজার ২৯৪ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গোলাবারুদ ও অন্যান্য ক্ষতিকর উপকরণ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) বিকেলে ১৪তম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) মোঃ নাইমুল হক এ তথ্য জানান।