শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির মাতৃবিয়োগে যুক্তরাজ্য জাসদের শোক

জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির মাতা রাহেনা আখতারের মৃত্যুতে যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। যুক্তরাজ্য জাসদের সভাপতি এডভোকেট হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু এক যৌথ শোকবার্তায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির মাতা রাহেনা আখতারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রয়াত রাহেনা আখতারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, জাসদের নেতা-কর্মীরা শিরীন আখতার এমপির মহীয়সী মাতা প্রয়াত রেহেনা আখতারকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য, আজ ৩ নভেম্বর বুধবার রাত ১০:০৮ ঘটিকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রাহেনা আখতার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি সাম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠলেও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি ৪ কন্যা, ৩ পুত্র, ৪ জামাতা, ৩ পুত্রবধু, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *