শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

চীনে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক: করোনার সংক্রমণ যখন বাড়ছে তখন দেশব্যাপী শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে চীনের আবহাওয়া দপ্তর। রোববার দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার কমল সতর্ক সংকেত জারি করা হয়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে তুষারঝড় হতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার পর্যন্ত তুষার পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলজুড়ে তীব্র তুষারঝড় হতে পারে।

অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ২৩ দিন আগে রাজধানী বেইজিং প্রথম তুষারঝড় হয়েছে। রোববার রাতে রাজধানীর তাপমাত্রা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্য অক্টোবর থেকে চোংকিং, সিচুয়ান ও ইউনান প্রদেশের ২০টিরও বেশি শহরে করোনার সংক্রমণ বেড়ে চলছে। এর মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হলে তা সর্দিতে আক্রান্তের ঝুঁকি বাড়াবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *