শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র ইষ্ট লন্ডন শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

মোহাম্মদ জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকের ইষ্ট লন্ডন শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন আজ ৭ নভেম্বর রবিবার সংগঠনের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে জিএসসি ইষ্ট লন্ডন শাখার অসংখ্য সদস্যবৃন্দ ছাড়াও সাউথ ইষ্ট রিজিওনের কেন্দ্রীয় নের্তৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথির পর আসন অলংকৃত করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্ঠার আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মির্জা আসহাব বেগ ও এম, এ, আজিজ সহ সাউথইষ্ট রিজিওনের চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধূরী, সাবেক ভাইস-চেয়ারম্যান এম, এ, মান্নান, কাউন্সিলার ফয়জুর রহমান প্রমূখ অংশগ্রহন করেন। সম্মেলনে উল্লেখিত অতিথিবৃন্দ ছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এম, এ, আজিজ, সাউথইষ্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধূরী, ট্রেজারার সূফি সোহেল আহম্মদ, কাউন্সিলার ফয়জুর রহমান, সাংবাদিক ছমির উদ্দীন, ফারুক মিয়া, মোঃ সানউর আলী কয়েস, মৌলানা রফিক আহম্মদ রফিক, মওলানা আব্দুল কুদ্দুস, মোঃ আখলাকুর রহমান, মোহাম্মদ আবুল মিয়া, মোহাম্মেদ জয়নুল আবেদীন , শহীদুল আলম চৌধূরী, এম, এ, সালাম, দিলবর আলী, আশরাফ চৌধূরী, মোঃ জাহাঙ্গীর খান, মোঃ আলী নেওয়াজ, নিয়ামূল হক মেক্সিম, তাজ উদ্দিন, সৈয়দ জিল্লুল হক, কাজী তাজউদ্দিন আকমল প্রমূখ।

দ্বি-বার্ষিক সভাটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জনাব এম, এ, গফুর । সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আব্দুল মালিক, কুটি। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সৈয়দ রফিকুল হক। সভার কাজ শুরু করার পর সাধারন সম্পাদক আব্দুল মালিক,কুটি বিগত বছরের সাংগঠনিক রির্পোট এবং ট্রেজারার আব্দুন নূর চৌধূরী বাৎসরিক আর্থিক রির্পোট পেশ করেন। আলাপ-আলোচনার মাধ্যমে সম্মেলন তা অনুমোদন করা হয়। অতঃপর সভাপতি সভার দ্বিতীয় পর্ব নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনারগণকে অনুরোধ জানান।

প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার সদরুজ্জামান খান ও সহকারী নির্বাচন কমিশনার যথাক্রমে ব্যারিষ্টার শাহ মিসবাউর রহমান ও মোঃ আবুল কালাম নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্হিত সদস্য ও নের্তৃবৃন্দের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে রির্পোট পেশ করেন। নির্বাচনের তফশীল ঘোষনা অনুযায়ী চেয়ারপার্সন, সাধারন সম্পাদক ও ট্রেজারার পদ সহ অন্যান্য সকল পদে একাধিক প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনার জনাব সদরুদ্জামান খান চেয়ারপার্সন পদে আব্দুল মালিক, কুটি সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম ও ট্রেজারার পদে আবুল মিয়াকে সহ ৩২ জন সদস্য সহ ৩৫ জনের কমিটি ঘোষনা করে নতুন কার্যনির্বাহী কমিটির সকল নব নির্বাচিতদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন।

নির্বাচন কমিশনারগণ আশাব্যাক্ত করে বলেন যে, উক্ত কমিটি সংবিধান অনুযায়ী সততার সাথে পরবর্তী নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত পূর্ণ মেয়াদ সুষ্টভাবে দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনে নতুন উদ্যোমে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রবাসে ও স্বদেশে প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবী আদায়ে ও মানবতার সেবায় আরো কার্য্যকরি ভূমিকা পালন করবেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের মাধ্যমে সম্মেলন ও নির্বাচনে অংশগ্রহণকারী সকলকে সংগঠনের পক্ষ থেকে আপ্যায়ন করানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *