পঙ্কজকুমার দেব, হাফলং: পানীয় জলের জন্য বোরিং করতে গিয়ে শেষ পর্যন্ত সেখান থেকে জলের বদলে আগুন বেরিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। অবশ্যে পরবর্তীতে অগ্নিনির্বাপক বাহিনী এবং পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি অসমের পার্বত্য ডিমা হাসাও জেলার মাহুর বাজারের প্রাণকেন্দ্রে সংঘটিত হয়।
প্রাথমিক অনুসন্ধানে দাহ্য গ্যাস বলে জানা গেছে।উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য তথা মাহুরের স্থানীয় বাসিন্দা লিটন চক্রবর্তী জানান যে মাহুর মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে পানীয় জলের জন্য মাহুর বাজারের প্রাণকেন্দ্রে বোরিংয়ের কাজ চলছিল। যেখানে প্রায় ৮০০ ফুট গভীরে যাওয়ার পরও জলের সন্ধান মিলেনি।
এভাবে বোরিংয়ের কাজ সাময়িক ভাবে গুটিয়ে আনার পরমুহূর্তে পাইপের মুখে স্বয়ংক্রিয় ভাবেই দাউ দাউ আগুন জ্বলে ওঠে। এতে সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ এবং অগ্নিনির্বাপক বাহিনীরা এসে আগুন নেভানোর পাশাপাশি এলাকাটি বেরিকেড করে দেয়।
উল্লেখ্য, এর আগে মাহুর পুরানো স্টেশনের কাছে অনুরূপ ভাবে মাটির নীচে থেকে গ্যাস নির্গত হওয়া ছাড়া সেখানেও আগুন জ্বলে ওঠে ছিল। সাধারণ জনগণের ধারণা যে তাহলে মাহুরের ভুগর্ভে দাহ্য গ্যাসীয় পদার্থ রয়েছে। আর তাই বার বার এভাবে গ্যাস নির্গমন হচ্ছে।