শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

পশ্চিমবঙ্গ-বিজেপি অর্থ ও নারীচক্রে জড়িত, তদন্ত চেয়ে আইনের দ্বারস্থ বামনেতা তথাগত রায়

এতদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলত তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের অন্যান্য বিজেপিবিরোধী দলগুলি। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে বঙ্গ-বিজেপিকে অর্থ ও নারী চক্র থেকে বের করে আনার কথা বলেছেন খোদ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগত রায় বঙ্গ-বিজেপির অন্যতম বরিষ্ঠ নেতা আর তিনি এখনও বিজেপিতেই রয়েছেন। তাই তার ফুলটস লুফে নিতে সময় নেয়নি বামেরা। তথাগতর বক্তব্য সামনে আসার পরই মঙ্গলবার বাম যুবনেতা সায়ন বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যকে সামনে রেখেই কলকাতার একটি থানায় লিখিত অভিযোগ জানিয়ে তথাগত বাবুর কথার পরিক্ষেতে বিজেপির এই অর্থ ও নারীচক্রের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *