শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ সৌদি আরব থেকে প্রায় ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে।

প্যারিস থেকে এক বার্তায় তিনি বলেন, ‘রিয়াদে আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন যে বাদশাহ সালমান ত্রাণ তহবিল থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ বাংলাদেশকে দেবে।’

ড. মোমেন বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে টিকার এই ডোজ ঢাকায় পৌঁছাবে।

এদিকে পোল্যান্ড বাংলাদেশকে বিনামূল্যে ৩৩ লাখ অ্যাস্ট্রাজেনেকার ডোজ দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

শিগগিরই এই টিকা দেশে আসবে বলে ড. মোমেন আশা প্রকাশ করেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মাধ্যমে পোল্যান্ড এ টিকা বাংলাদেশকে দিচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *