ক্রীড়া প্রতিবেদক: শাহিন শাহ আফ্রিদি, টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিল এই নামটি। আর হবে নাই বা কে, এই তরুণ পাক পেসারের দাপটের জন্যই বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে সেই নায়ক শাহিনই হয়ে উঠলেন ভিলেন।
১৯ তম ওভারে তাঁকে চূর্ণ করে ম্যাচ জিতিয়ে দিলেন ম্যাথু ওয়েড। ৫ উইকেটে জিতে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে পা রাখল অস্ট্রেলিয়া।
দরকার ছিল ১২ বলে ২২ রান। স্টোইনিস পেলেন জীবন দান। বল রিজওয়ান তালুবন্দি করার আগেই মাটিতে পড়ে গেল। পরের বলে বল গিয়ে লাগল স্টোইনিসের পায়ে। রান নিলেন তিনি। পাক ক্রিকেটাররা এলবিডব্লু আউটের আবেদন জানালেন। কিন্তু বল পিচিং আউটসাউডের জন্য কাজে এল না রিভিউও। পরের বল হোয়াইড করে বসলেন শাহিন। কিন্তু তার পরের বলটিতেই লেখা ছিল ম্যাচের ভাগ্য। হাসান আলির হাত থেকে পড়ে গেল ম্যাথু ওয়েডের ক্যাচ। আরও ২ রান যুক্ত হল অজিদের খাতায়। সেই সঙ্গে কাপটাও ফসকে গেল পাকিস্তানের হাত থেকে। এরপর বাকি ছিল ৯ বলে ১৮ রান। পরপর তিন বলেই টুর্নামেন্টের অন্যতম সফল পেসার শাহিনশাহ আফ্রিদিকে ছক্কা মারলেন ওয়েড। ফলে সহজেই ম্যাচ জিতে নিল অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানি।
সেই সঙ্গে শাহিন আফ্রিদি নামক অস্ত্রটিকে কী করে ভোঁতা বানাতে হয় সেটাও দেখিয়ে দিলেন এই ব্যাটসম্যান। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল অজিরা।
টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চদের সামনে ১৭৭ রানের টার্গেট রাখে পাক দল। তবে ৯৬ রানে ৫ উইকেট হারালেও স্টোইনিস (৪০) এবং ওয়েডের (৪১) দাপটে ম্যাচ জিতে নেয় ২০১০-র রানার্সরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হল নিউজিল্যান্ড।