শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

স্নায়ুযুদ্ধের উত্তেজনাকর পরিস্থিতিতে ফেরা উচিত হবে না: শি জিনপিং

আবারও স্নায়ুযুদ্ধ যুগে ফিরে না যেতে এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তিনি বলেছেন, স্নায়ুযুদ্ধ সময়কার বিভাজন ও উত্তেজনাকর পরিস্থিতিতে আবারও ফিরে যাওয়া এই অঞ্চলের দেশগুলোর ঠিক হবে না। এ জন্য তিনি বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বুধবার নিউজিল্যান্ড আয়োজিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সামিটের সাইড লাইন আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। খবর আলজাজিরার।

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। তবে এ পরিস্থিতির মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে আচমকা ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি সই করেছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট বলেন, যেসব বিষয় সবার জন্য চ্যালেঞ্জ—সেগুলোকে সব দেশকে একজোট হয়ে মোকাবিলা করতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *