কলকাতা ও শহরতলির ৫ জেলায় করোনা সক্রিয় ৭০ শতাংশ। পশ্চিমবঙ্গে বাকি ১৮ জেলায় মাত্র ৩০ শতাংশ সক্রিয় আক্রান্ত রয়েছে করোনায়। এই পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছে শহরাঞ্চলে। গ্রামাঞ্চলে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা। দৈনিক সংক্রমণও বাড়ছে কলকাতা-সংলগ্ন বাংলার ওই ৫ জেলাতেই। বাংলার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কলকাতা-সহ ৫ জেলা।
কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র ঘরে নেমে এলেও, এদিন ফের সক্রিয় ৩ জন বেড়ে ২১৬০ হয়েছে। তবে উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন কমেছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৪ জন কমে হয়েছে ১৩৭১। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে করোনা সক্রিয় বেড়ে যথাক্রমে ৬৪৩, ৬২৯ ও ৬৫৯। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩৮১ নদিয়ায়। সর্বনিম্ন ১৭ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৬ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৫ জেলায়।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২১৬ জন। উত্তর ২৪ পরগনায় ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। এদিন তা কমে কলকাতায় ২০০-র সমান্য উপরে এবং উত্তর ২৪ পরগনায় ১২৫-এর নিচে।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৫৭৭৫। এদিন কলকাতায় ২১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৯৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৮৪১৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৬০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১২ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩১৩৬৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৮০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৫১১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৭১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩৬ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১৯৩৬ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯৭০৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৫ জন। হুগলিতে ৬৭ জন বেড়ে আক্রান্ত ৮৭২৬১ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ৩২ জন, কালিম্পংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ১১ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ২৯ জন, মালদহে ৯ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৩৪ জন, বীরভূমে ১৭ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২৭ জন, ঝাড়গ্রামে ৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৯ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন, পূর্ব বর্ধমানে ১৫ জন, পশ্চিম বর্ধমানে ১৮ জন আক্রান্ত হয়েছেন এদিন।