শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

অজ্ঞাত এক নারীর মরদেহ বাংলাদেশ সীমান্তে ফেলে গেছে বিএসএফ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বাজিতপুর গ্রামের একটি মাঠ এলাকায় পড়ে আছে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মরদেহ।

সোমবার (১৫ নভেম্বর) সকালের দিকে সরেজমিনে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা তেহট্ট থানার ৮২ বিএসএফের বেস্টগঞ্জ কোম্পানির সদর থেকে মাত্র ১০ গজ দূরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

বাজিতপুর গ্রামের কৃষক হামিদুল ইসলাম ও রমজান আলীসহ একাধিক ব্যক্তি জানান, গত ২-৩ দিন ধরে ওই নারীকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। সম্ভবত রোববার তার মৃত্যু হয়েছে। পরে ভারতীয় বিএসএফ সদস্যরা তড়িঘড়ি করে ওই মরদেহ বাংলাদেশের সীমানায় ফেলে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে- বিজিবি সদস্যরা বিষয়টি বিএসএফকে অবহিত করেছেন। এ বিষয়ে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *