শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

সুন্দরবনে হরিণের মাংস, ফাঁদসহ ১০ জন আটক

সুন্দরবনের ১৬ নম্বর কম্পার্টমেন্ট এলাকা থেকে ১০ চোরাই শিকারিকে আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের টহল দল। তাঁদের কাছে ছিল সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে ইস্যু করা মেয়াদোত্তীর্ণ চারটি পাস।

আটক ব্যক্তিদের কাছ থেকে হরিণের প্রায় ১৬০ কেজি মাংস, ২০০ মিটার হরিণ ধরার ফাঁদ, ৪টি হরিণের শিং, ১টি তক্ষক ও ৪টি ডিঙিনৌকা উদ্ধার করা হয়েছে। মাছ ও কাঁকড়া ধরার পাসগুলো বাগেরহাটের চাঁদপাই স্টেশন থেকে অনুমোদিত হলেও তা মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছে পশ্চিম বন বিভাগ।

আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ফাঁড়ির ৯ নম্বর কম্পার্টমেন্ট এলাকা থেকে হরিণ শিকার ও জবাইয়ের আলামত পাওয়া গেছে। কালাবগী স্টেশনের রাসপূজা বিশেষ টহল দল নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশের খুলনা রেঞ্জের ভদ্রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল পাশা।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানিয়েছেন, শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হয়েছে। চোরাই শিকারিদের অধিকাংশের বাড়ি বাগেরহাটের রামপালে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *