শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ভারতীয়রা কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে তারা এখানে আসছে না: ফিরহাদ হাকিম

পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘ওরা বলে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা আসছে।

কিন্তু এখন বিষয়টি উল্টো হয়ে গেছে এখানকার থেকে বাংলাদেশের রোজগার বেড়ে গেছে, ‘জিডিপি’ বেড়ে গেছে। সেজন্য ভারতবর্ষ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসছে না।’ বিজেপিশাসিত ত্রিপুরায় নগরপঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তিনি আজ (শনিবার) তৃণমূলের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘মোদি সরকার ভারতবর্ষকে তলানিতে নিয়ে গেছে। যারা এখনও জয় শ্রীরাম স্লোগানে বিশ্বাস করেন, যারা ভাবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলছি আর ওটা হল হিন্দুর পার্টি। কিন্তু না ভাই, ওটা হিন্দুরও নয়, মুসলিমেরও পার্টি নয়, ওটা মানুষ মারার পার্টি। মানুষকে ঠেসে দেওয়ার পার্টি। ওটা দেশকে বিক্রি করে দেওয়ার পার্টি। সেই পার্টি হচ্ছে বিজেপি পার্টি। ‘ভারতীয় জুমলা পার্টি’, শুধু মিথ্যে কথা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে এই বিপ্লব দেব (মুখ্যমন্ত্রী, ত্রিপুরা) এই পুরোটাই হচ্ছে ‘জুমলা’ অর্থাৎ মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছে।’

তিনি বলেন, বাংলায় সাম্প্রদায়িক উসকানি দিয়ে হিন্দু-মুসলিমকে বিভক্ত করে বাংলায় বিজেপি বাংলা দখল করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ সাম্প্রদায়িক উসকানিতে সাড়া দেননি বলেও তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *