শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

আসাম সীমান্তে পনেরো লক্ষাধিক টাকার গবাদি পশু আটক

নিজস্ব প্রতিনিধি: অবৈধ উপায়ে রাজ্যে প্রবেশের সময় আসাম- ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে লরি বোঝাই সতেরোটি গরু আটক হয়েছে৷ একই সাথে আটক করা হয়েছে লরি চালকেও৷ ধৃতের নাম জগদীশ রায় (৫১)পিতার নাম মঙ্গল সিং৷ বাড়ি হরিয়ানা রাজ্যের ফাতেয়াবাদ থানাধীন ভাটিয়া কলোনীতে৷

এ মর্মে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ মিন্টু শীল জানান,বুধবার সন্ধ্যা নাগাদ এইচআর পচান্ন এক্স সাত পাচ আট পাচ নম্বরের একটি লরি অসমের সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করতে গেলে ত্রিপল বাঁধা লরিটিতে নিয়ম মুতাবেক তল্লাশি চালায় অসম পুলিশ৷পরে লরির ভিতর থেকে আটক করা হয় মোট সতেরোটি বিভিন্ন বয়ষের গরু৷এদের মধ্যে এগারোটি গাভি ও ছয়টি বাছুর গরু রয়েছে৷যাদের বাজার মুল্য অনুমানিক পনেরো থেকে ষোল লক্ষ টাকার মত হবে৷পাশাপাশি আটক করা হয়েছে লরি চালককে৷ইনচার্জ মিন্টু বাবু আরও জানান,এই গরু গুলি পাঞ্জাব থেকে ত্রিপুরা নিয়ে যাচ্ছিল৷ তাছাড়া পাচারকৃত গরুগুলোর প্রবেশের কোনও বৈধ কাগজ পত্র পাওয়া যায়নি৷

এমনকি ছয় চাকার লরিতে লাইভি স্টক পারমিটকে উপেক্ষা করে বেশী সংখ্যক গরু বোজাই করা ছিল৷ কয়টি গরুর কানে ট্যাগ লাগানো থাকলেও বাকিগুলোতে কোনও ট্যাগ লাগানো হয়নি৷ফলে চালককে অসম ক্যাটেল প্রেভেনশন অ্যাক্ট (তেরো এক দু হাজার একুশ) মুতাবেক আটক করা হয়৷ বর্তমানে ধৃত লরি চালক অসম পুলিশের হেফাজতে রয়েছে৷সাথে গরুগুলোকেও নিজেদের জিম্মায় রাখা হয়েছে৷ বৃহষ্পতিবার ধৃত চালকে আদালতে সোপর্দ করবে অসম পুলিশ৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *