শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সকল ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
এর আগে ২২শে নভেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর ২৪ ঘণ্টার সময় দিয়ে নোটিশের দাবি বাস্তবায়নের কথা বলেছিলেন। অন্যথায় হাইকোর্টে রিট করার কথা বলেছিলেন।
আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সকল ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে রিট করেছি। আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা রয়েছে।

