শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

আন্দোলনকারীদের চিকিৎসা দেওয়ায় ১৮ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার করলো মিয়ানমার জান্তা

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যারা মিয়ানমারে আন্দোলন করছে তারা মিয়ানমারের জান্তার কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত। আর সেসব আন্দোলনকারীদের জান্তাদের সঙ্গে সংঘর্ষে আহত হবার পর চিকিৎসা দেওয়ার কারণেই এসব চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার মিয়ানমারের সেনারা দেশটির পূর্বাঞ্চলে খায়া রাজ্যের লৈইকাও চার্চ ঘেরাও করে। সেখানে ৪৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছিল যাদের ৭ জন ছিল কোভিডে আক্রান্ত।

সরকারি মিডিয়া গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে জান্তার বিরুদ্ধে আন্দোলনরত সংগঠনের আহত নেতাকর্মীদের চার্চে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

গত ফেব্রুয়ারিতে সামরিক ক্ষমতা জারির পর দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

অনেক স্বাস্থ্যকর্মী আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে কর্মবিরতিতে গেছে। সেনা কর্তৃপক্ষ চিকিৎসকদের কাজে যোগ দিতে বললেও কোনো কাজ হয়নি।

সামকির অভ্যুত্থানের পর ১০ হাজার গ্রেফতার ও সংঘর্ষে ১৩শ বেসামরিক ব্যক্তি মারা গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *