শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই প্রার্থনা সভা হয়।

প্রার্থনা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন। এখনও করছেন। তিনি গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে উদ্ধার করেছেন- একবার নয়, একাধিকবার।

খালেদা জিয়াকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম জানিয়ে তিনি বলেন, এক কথায় বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ।

প্রার্থনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, অপর্না রায়, জয়ন্ত কুমার কুন্ডু, অমলেন্দু দাস অপু, কর্নেল (অব.) মনীষ দেওয়ান, নিপুন রায় চৌধুরী, যুবদলের তরুণ দে, সাবেক ছাত্রদল নেতা জয়দেব জয়, ছাত্রদলের পার্থদেব মন্ডল, মহিন উদ্দিন রাজু, মশিউর রহমান রনি, জগন্নাথ হল শাখা ছাত্রদলের গণেশ চন্দ্র রায় সাহস, সুপ্রিয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্টের বিশ্বজিৎ ভদ্র প্রমুখ।

পরে বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাত পৌনে ৭টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে স্কাউট মার্কেটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *