সবিতা কুমারী, পোর্ট ব্লেয়ার: গত ১০ এপ্রিল ২০২১ তারিখে উত্তর আন্দামান অঞ্চল থেকে মিয়ানমার কোস্ট গার্ড দশ জেলেকে গ্রেপ্তার করেছিলো৷ এই ১০ জন জেলেদের মধ্যে চারজন জেলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ছিল৷ বৃহস্পতিবার এই ১০ জন জেলে অবশেষে নয়াদিল্লিতে পৌঁছেছে এবং সংবাদকর্মীরা এই জেলেদের সাথে যোগাযোগ করলে তারা প্রকাশ করে যে আন্দামানের দুই জেলেকে তাদের গ্রেপ্তারের দিন মিয়ানমারের কোস্ট গার্ড গুলি করেছিল। একজন জেলে তার কোমরে গুলিবিদ্ধ হয়েছে এবং অন্য জেলে তার ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে বলে খবরে জানা গেছে।
সবচেয়ে বড় কথা, জেলেদের মতে মিয়ানমারে তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এবং পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি।
জেলেদের মতে প্রাথমিক তিন মাস দিনে মাত্র দুবার খাবার দেওয়া হয় এবং বাকি তিন মাস জেলে তাদের দিনে তিনবার খাবার দেওয়া হলেও খাবার ছিল অপ্রতুল।
এমনকি মিয়ানমারের কোস্টগার্ডের গুলিতে আহত জেলেদেরও কারাগারে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে জানান তারা। তারা জানান, গ্রেফতারের দিন তাদের সব জিনিসপত্র ও মাছ ধরার নৌকার যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

