শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বাংলাদেশ পুলিশের হেফাজত থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আবারও গ্রেফতার

ইউএনবি, চট্টগ্রাম: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদাপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সোমবার ভোরে চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের হেফাজত থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, সোমবার ভোরে টেকনাফের লেদাপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পলাতক আবুল কালামকে আটক করা হয়।

তিনি বলেন, আবুল কালামকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় ফিরিয়ে আনতে পুলিশের একটি দল টেকনাফে পাঠানো হয়েছে।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে রোববার এক উপ-পরিদর্শক ও দুই কনস্টেবল- এসআই মিতু খানম এবং দুই কনস্টেবল শাহাদাত হোসেন ও নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনজনই কোতয়ালী থানায় কর্মরত ছিলেন।

রোববার রাতে অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

রোববার দুপুরে অন্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করার সময় ঘটনাস্থল থেকে কালাম পালিয়ে যায়।

বন্দর নগরীর স্টেশন রোড থেকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ কালামকে আটক করে সুন্দর সকালে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *