পঙ্কজকুমার দেব, হাফলং: যুদ্ধ বিরতিতে থাকা উগ্রপন্থী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) সদস্যদের মারের চোটে সোমবার মাইবাঙে মৃত্যু হওয়া লাংটিঙের দুই যুবক ক্রমে বড় লালবং গ্রামের রামসেন লাংথাসা এবং ঘোষপট্টির বিমল গোস্বামীর বাড়িতে গতকাল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গর্লোসা উপস্থিত হন।
গর্লোসা দুই পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মৃতার আত্মার চিরশান্তি কামনা করেন। রামসেন এবং বিমলের বাড়িতে পর্যায়ক্রমে বেশ কিছু সময় অতিবাহিত করে পরিবারের সদস্যদের সঙ্গে বার্তালাপ করেন এবং পার্বত্য স্বশাসিত পরিষদের থেকে পর্যাপ্ত সাহায্যের আশ্বাস প্রদান করেন।
সিইএম গর্লোসা নিরীহ যুবকদ্বয়ের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। এছাড়া আহত যুবকদের দ্রুতারোগ্য কামনা করেন।উল্লেখ্য দীর্ঘ প্রায় একদশক পর এধরনের হত্যাকাণ্ডে পার্বত্য জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাংটিং এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শান্ত পাহাড়ে নিরীহ দুই যুবকের হত্যা সহজে মেনে নিতে পারছেন না শহরবাসী।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয়রা লাংটিঙে বিশাল প্রতিবাদ মিছিল বের করে মাইবাঙের মহকুমা শাসকের হাতে এক স্মারক পত্র তুলে দিয়ে ছিলেন।

