অনলাইন ডেস্ক: দূষণ বেড়েই চলেছে ক্রমাগত। আকাশের রং আর সেই পরিষ্কার নীল নেই। মানুষের শরীরে সমস্যাও বাড়ছে দিনে দিনে। বাংলাদেশের রাজধানী ঢাকা দূষণে ঢাকা পড়ছে। বায়ুদূষণের মাত্রা বাড়ছে দিন যত যাচ্ছে।
রবিবার (১২ ডিসেম্বর) বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। রবিবার এয়ার ভিজ্যুয়াল সংস্থার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ঢাকার দূষণ ভীষণ উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় রবিবার দিনে ও রাতে বায়ু ছিল অস্বাস্থ্যকর। বায়ুদূষণের দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর, এবং তৃতীয় ভারতের কলকাতা আর চতুর্থ দিল্লি।
এই দূষণের ফলে মানুষ নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। শীতের মৌসুমে রাজধানীতে বায়ুদূষণের মাত্রা খুব অস্বাস্থ্যকর থাকলেও উত্তরাঞ্চল রংপুরে বেশিরভাগ জেলায় তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে এসেছে। রবিবার তেঁতুলিয়ায় এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামি মঙ্গলবারের মধ্যে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা চলে আসতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি। ২০ ডিসেম্বর পর্যন্ত এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এমনটাই সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ যখন বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন দেশে শীতের তীব্রতা বাড়ে। এটি এখন ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডিসেম্বরের বাকি সময়জুড়ে শীত ক্রমাগত বাড়তে থাকবে।
করোনা মহামারির জন্য লকডাউন চলাকালে ঢাকা শহরে বায়ু দূষণ কমে গিয়েছিল। স্বচ্ছ একটা পরিবেশ। কিন্তু স্বচ্ছতা কয়দিন! এখন আবারো তা বেড়েছে।