আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের একজন সংসদ সদস্যের কাছে তার সন্তানদের স্কুলের ‘ফি’ জমা দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। সেজন্য সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো কোম্পানিতে চাকরি খুঁজছেন তিনি। কনজারভেটিভ দলের এই নেতার নাম ড্যানিয়েল কাউকজিনস্কি।
গার্ডিয়ান জানায়, একাধিক হোয়াটসঅ্যাপ বার্তায় নিজেকে ‘সৌদিপন্থী’ হিসেবে উল্লেখ করে চাকরি পাওয়ার চেষ্টা করেছেন ড্যানিয়েল কাউকজিনস্কি। সেজন্য এক ব্যবসায়ীর কাছে আবেগঘন আবেদনও করেছেন তিনি। বিষয়টি জানার পর তার পাশে দাঁড়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
একটি কোম্পানিতে পরামর্শদাতা হিসেবে চাকরি খোঁজার এক হোয়াটসঅ্যাপ বার্তায় ড্যানিয়েল বলেছেন, অ্যাংলো-আরব সম্পর্কের প্রতি তার যে আবেগ রয়েছে, তা ব্রিটেন বা মধ্যপ্রাচ্যের কোম্পানিকে সাহায়তা করতে পারে।
সৌদির সঙ্গে সম্প্রতি কাতারের ফের সম্পর্ক জোড়া লাগার আগের এক সম্মেলনে রিয়াদের পক্ষে কাজ করার বিষয় উঠে এসেছে ড্যানিয়েলের আরেক বার্তায়। কাজের বিনিময়ে তিনি প্রতিশ্রুতি চান যে, তার ভাল পারিশ্রমিকের জন্য চাপ দেয়া হবে কিনা? … স্কুলের ফি দিতে এই অর্থটা তার খুব দরকার!
খবরে আরো বলা হয়, ব্রিটিশ পার্লামেন্টে একজন সম্ভাব্য সৌদি নিয়োগকর্তাকে হোস্ট করেন ড্যানিয়েল। তাকে হাউস অব কমন্স সফর এবং এমপিদের ব্যক্তিগত ডাইনিং রুমে নৈশভোজের প্রস্তাব দেন তিনি। এ ছাড়া একটি প্রকল্প নিয়ে কথা বলতে তার সংসদীয় কার্যালয়েও ফিক্সারের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়ার বিষয়ে আগ্রহ দেখানো হয়।
এই কথোপকথন থেকে ড্যানিয়েলের চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও ব্যক্তিগত কাজে হাউস অব কমন্স ব্যবহার করার প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি নাকি রাজনীতির মোহভঙ্গ হওয়ায় সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাবও করেছিলেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

