১৯ মহামারির কারণে কোনও ভক্ত-পুণ্যার্থী ছাড়াই সোমবার থেকে অসমের কামাখ্যা মন্দিরে শুরু হয়ে গেল বার্ষিক অম্বুবাচি মেলা। যা চলবে ২৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত।
মন্দির কর্তৃপক্ষ মন্দির চত্ত্বরে কোনও সাধু, সন্ন্যাসী ও ভক্তদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে ৩০ জুন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ রাখা হবে দর্শনার্থীদের জন্য। কোভিড-১৯ সংক্রমণের জন্য গত ২০ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় এই মন্দির।
কামাখ্যা মন্দিরের দলুই বা প্রধান পুরোহিত মোহিত চন্দ্র শর্মা বলেন, ‘সোমবার সকাল ৭টা ৫৩ মিনিট থেকে নিবৃতি সহ অম্বুবাচি শুরু হয়ে গিয়েছে। মন্দিরের গর্ভদ্বার এখন তাই বন্ধই থাকবে।’ তিনি এও বলেন, ‘আমাদের জন্য এটা অস্বাভাবিক পরিস্থিতি। আমাদের জীবনে এ ধরনের দৃশ্য কোনওদিনই দেখিনি। এর কারণ হল করোনা ভাইরাস।’
ভক্তদের কাছে অপেক্ষিত উত্সব কামাখ্যা মন্দিরের অম্বুবাচী, প্রত্যেক বছর এই উত্সবে যোগ দিতে সামিল হন ২৫ লক্ষেরও বেশি দর্শনার্থী, যা এ বছর বাতিল করা হয়েছে।