আন্দামান প্রতিনিধি: দক্ষিণ আন্দামান জেলার রাজস্ব বিভাগ দক্ষিণ আন্দামান জেলার ফেরারগঞ্জ তহসিলে সরকারি জমিতে সংঘটিত দখলদারিত্বের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় যেখানে শোল বে ১৯ এ টিনের পাত ভেঙে ফেলা হয়েছে।
উচ্ছেদ অভিযানের সময় তহসিলদার, ফেরারগঞ্জ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সাধারণ জনগণকে আবারও সরকারি জমি দখল থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। কোন জিজ্ঞাসা/অভিযোগের ক্ষেত্রে, সাধারণ জনগণ নিম্নোক্ত নম্বর ০৩১৯২-২৪০১২৭/১০৭০ এ জেলা নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে যাতে ব্যক্তিকে রক্ষা করা যায়, বলা হয়েছে।