শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় অবাম-অবিজেপি রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটেছে

ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা রাজ্যের ৮ জেলায় ঘুরে ঘুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষ, তাই শনিবার আগরতলায় নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়করা। এদিন রাজধানীর কুঞ্জবন এলাকার এমএলএ হোস্টেলে সুদীপ রায় বর্মনের সরকারি কোয়ার্টারে হয় এই বৈঠক। এতে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক আশিষ সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুদীপ রায় বর্মন বলেন- গণতন্ত্রের বাতাবরণ নেই রাজ্যের মানুষ অক্সিজেন নিতে পারছে না, এক দম বন্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভয়-ভীতি পরিবেশের মধ্যে মানুষ বসবাস করছে। কিভাবে মানুষের মধ্যে সতেজ অক্সিজেন দেওয়া যায়, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় এবং প্রতিবাদের ভাষা যা কেড়ে নেওয়া হয়েছে তা যাতে মানুষ ফিরে পেতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে এখন জনসংযোগের কাজ চলছে জেলা, মহকুমা এবং বিধানসভা ভিত্তিক।

রাজ্যের আপামর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন সুদীপ রায় বর্মন। তবে কি নতুন কোন দল গঠন করা হবে না অন্য কোন দলে যাচ্ছেন তাঁরা, সাংবাদিকদের তরফেই প্রশ্ন করা হলে, উত্তরে সুদীপ রায় বর্মন বলেন এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মানুষের স্বার্থে তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন।

এদিকে বিধায়ক আশিষ সাহা বলেন – শাসক দলের দুর্নীতি অপবাদ সরকার পরিচালনায় ব্যর্থতা ইত্যাদিকে পিছনে ফেলে রাজ্যের মানুষকে আবার সংগঠিত করে এক নতুন দিশায় চলার লক্ষ্য স্থির করার জন্য বিভিন্ন নেতাদের সঙ্গে দিনের বৈঠক। অহিংস, ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসেই একটি রাজনৈতিক দলকে কিভাবে রাজ্য শক্তিশালী করা যায় রাজ্যের মানুষের স্বার্থে জাতীয় উপজাতির মধ্যে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে কাজকর্ম চলছে।

খুব শীঘ্রই রাজ্যে একটি বৃহৎ শক্তি রূপে অবাম এবং অবিজেপি শক্তিরূপে নতুন কিছু প্রকাশ পাবে বলে ইঙ্গিত দেন। তবে এটা কি নতুন রাজনৈতিক দল, নাকি তারা অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এ বিষয়ে কিছু বলেননি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *