পশ্চিমবঙ্গ ডেস্ক: চলতি শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার ব্যাহত হয়েছে ঠান্ডার পথ। সপ্তাহান্তে ঠান্ডা ফিরে আসার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। জানুয়ারির শেষ লগ্নে নামতে শুরু করেছে পারদ। রাতের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। কমেছে ৩থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
মাঘের শেষ বেলায় ঠান্ডা বাঘের গায়ে। আবহাওয়া অফিসের পূর্বাভাস,ফের কাল থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। কিন্তু ঠান্ডার আমেজ বজায় থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কাটা সরতেই উত্তরের হাওয়া বইতে শুরু করেছে। ফলে কনকনে উত্তরে হাওয়া বাংলার দিকে ধেয়ে আসছে। আবার অন্যদিকে উত্তরবঙ্গে ১ ফেব্রুয়ারি থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি হতে পারে।
রবিবার শহরে আকাশে রোদ থাকবে। রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস, ২২ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। যদিও হাওয়া অফিস ঝঞ্ঝার সম্ভাবনার কথা জানিয়েছে। শীতের আমেজের পাশে বৃষ্টির ঘ্যানঘ্যানানিও অপেক্ষা করছে।