শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ২৬২ বাংলাদেশি

করোনা ভাইরাসের কারণে দেশের বিমানবন্দর বন্ধ থাকায় সিঙ্গাপুরে আটকে ছিলেন অনেক বাংলাদেশি। তাদের মধ্যে ২৬২ জনকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।বুধবার রাতে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি ২৬২ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, আগতরা সিঙ্গাপুরে চাকরি হারানো শ্রমিক, পর্যটক, সেখানে চিকিৎসা করাতে যাওয়া রোগী এবং শিক্ষার্থী। সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োহজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *