আসাম নিউজ ডেস্ক: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “এখন পর্যন্ত আসামের ৫৯ জন ছাত্রকে যুদ্ধবিধ্বস্ত দেশ (ইউক্রেন) থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার, আসাম থেকে মোট ২৬ জন ছাত্র নতুন দিল্লি পৌঁছেছে, যেখানে তাদের আসাম ভবনে রাখা হচ্ছে।
বৃহস্পতিবার ভারতে আসা ছাত্ররা: সাই স্বপ্নিল, আরশসালান আজিম, আলাদিল নুরুদ্দিন, ভার্গব নারায়ণ চৌধুরী, মহম্মদ মুদাশির, চিন্ময় সরমাহ, আবিদা বেগম চৌধুরী, বিক্রমাদিত্য বোরাহ, পাক্ষিরাজ বৈশ্য, মধুরজ্যা কলিতা, সুস্মিতা চেত্রী, আকুলদীপ শর্মা, রিয়াজ হুসেন, অনুভব বোরাহ, দর্শন পাঠক, সৈয়দ জোহারুল আলম, মোহাম্মদ পাকিজ আহমেদ, হিমজ্যোতি তালুকদার, মুকসুদ খান, মুহাম্মাদ পাকিজ আহমেদ। মজুমদার, আনশুল ভারতিয়া, জিন্টু ফুকন, নিশিকেশ কৌশিক, রেয়া শর্মা ঠাকুর, মহম্মদ নিশার আলম, অমিতেশ নাথ।