শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

দেশে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের স্বপ্নপূরণ

৪২ বছর বয়সী এক রোগীর দেহে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হার্ট ফেইলিওর। এ মৃত্যু রোধে দেশের মাটিতে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হবে এটা আমাদের স্বপ্ন ছিল। তা আজ পূরণ হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের সফলতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, এই সাফল্যের পেছনে আমাদের অনেক দিনের প্রচেষ্টা ছিল। এজন্য বিগত ১৪/১৫ বছর ধরে আমরা চেষ্টা করেছি। এমন হয়েছে যে হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। কিন্তু নির্ধারিত দিন দুর্ভাগ্যবশত রোগী মারা গেছেন।

তিনি বলেন, এর পেছনে সবচেয়ে বড় অবদান রোগী ও তার পরিবারের। তারা আমাদের ওপর আস্থা রেখেছিলেন। এমনিতেই আস্থা না পেলে কেউ কাউকে হার্ট দেন না। আমরা আস্থা তৈরি করতে পেরেছি ও তারাও এগিয়ে এসেছেন। এ রোগী সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি তুর্কিতেও চিকিৎসা করেছেন। পরে দেশে ফিরেও তার হার্টের অবস্থা ভালো হয়নি। তখন আমরা তাকে হার্ট ট্রান্সপ্ল্যান্টের প্রস্তাব দেই। এতে রোগী ও তার পরিবার সম্মতি দেন।

সংবাদ সম্মেলনে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনে অংশ নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *