কলকাতা: তাপমাত্রা বাড়ার পরিবর্তে পারদ-পতন হচ্ছে তিলোত্তমায়। এই নিয়ে পরপর দু’দিন, বুধবারও কলকাতায় স্বাভাবিকের নীচে নেমে এসেছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বসন্তের ছোঁয়া লেগেছে দক্ষিণবঙ্গে, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল পরিষ্কার। ভোরের দিকে এদিন হালকা ঠাণ্ডা থাকলেও, বেলা বাড়তেই উষ্ণতা বেড়েছে।
শীতবস্ত্রের আর কোনও প্রয়োজন নেই, ধীরে ধীরে গরম বাড়বে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তির সূচক নীচেই রয়েছে। গ্রাম বাংলায় এখনও ভোরের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে, তবে কলকাতায় শীতের আমেজ নেই বললেই চলে।